ঘুষ ছাড়া চাকরির দাবিতে গণশুনানি
ঘুষ ছাড়া চাকরির দাবিতে গণশুনানি করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির ঢাকা মহানগর শাখা এ গণশুনানির আয়োজন করে।
গণশুনানিতে বক্তারা বলেন, মেধাবীরা ঘুষ দিতে পারে না বলে তাদের চাকরি হচ্ছে না। জাতিকে মেধাশূন্য করার জন্য টাকার বিনিময়ে অসাধুরা চাকরির ববস্থা করেছে।
জাতির মেরুদণ্ড শিক্ষা, কিন্তু সেই শিক্ষারই অংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ৫ থেকে ৭ লাখ টাকা ঘুষ দিতে হয়। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যদি এতো টাকা ঘুষ দিতে হয় তাহলে তারা কি করে জাতীর মেরুদণ্ডকে শক্তিশালী করবেন?
ঘুষ বর্তমানে সমাজে মহামারি আকার ধারণ করেছে। ঘুষ দিয়ে চাকরির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
সংগঠনের ঢাকা মহাগনর সভাপতি ত্রিপদি সাহার সভাপতিত্বে গণশুনানিতে অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
একই সময় গ্যাস সংকট সমাধান এবং জ্বালানি তেলের মূল্য কমানোর দাবির পাশাপাশি রেলের বাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
সমাবেশ উপস্থিত ছিলেন, সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি আকবর খান, সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য মোখলেসুর রহমান প্রমুখ।
এএস/একে/এবিএস