২১শে ফেব্রুয়ারিতে ঢাবির নানা কর্মসূচি


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

জাতীয় চেতনার প্রতীক একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ইতোমধ্যে গঠন করা হয়েছে ‘অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’ এবং বিভিন্ন সাব-কমিটি। এ কমিটি দিবসটি সুষ্ঠুভাবে পালনের বিস্তারিত কর্মসূচিও গ্রহণ করেছে। রাষ্ট্রাচার অনুযায়ী একুশের প্রথম প্রহরে পুস্পার্ঘ্য অর্পণের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীমূল।

এসব কর্মসূচির দায়িত্বে বরাবরের মতো এবারও রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বছরও যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিবসটি পালনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার এবং আজিমপুর কবরস্থানে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের যাবতীয় অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যলয়ের ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালার উদ্যোগে দু’জন ভাষা সংগ্রামীকে সম্মাননা প্রদান করার মধ্য দিয়ে গতকাল শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি।

বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে: ২১শে ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ৬টায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে প্রভাতফেরি করে আজিমপুর কবরস্থান হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ। বাদ জোহর অমর একুশে হলে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, বিশ্ববিদ্যালয় মসজিদুল জামিয়া, সকল হলের মসজিদ এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত/শান্তি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে পরিবেশিত হবে ভাষা ও দেশের গান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
 
ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালার উদ্যোগে আয়োজিত ভাষা আন্দোলনভিত্তিক স্মৃতিচারণ, পুস্তক, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতাও থাকছে কর্মসূচির মধ্যে।
        
এমএইচ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।