কোরিয়ায় তিন হাজার জুটির গণবিয়ে


প্রকাশিত: ১১:২৭ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

দক্ষিণ কোরিয়ার বিতর্কিত ইউনিফেকশন চার্চের সদর দপ্তরে প্রায় তিন হাজার জুটির গণবিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার রাজধানী সিউলের উত্তর-পূর্বের গেপিইংয়ে এ বিয়ের আয়োজন করা হয়। তিন হাজার জুটির অনেকেই তাদের সঙ্গীর সঙ্গে মাত্র কয়েকদিন হলো পরিচিত হয়েছেন এবং তাদের মিলনে মূলত মুখ্য ভূমিকা পালন করেছে গির্জা কর্তৃপক্ষ।

১৯৬০ সাল থেকে নিয়মিতভাবেই এ গণবিয়ের আয়োজন করে আসছে ইউনিফেকশন চার্চ।

mass-wedding
এই গির্জার প্রতিষ্ঠাতার নাম মৃত সান মিউং মুন। ২০১৩ সালের সেপ্টেম্বরে ৯২ বছর বয়সে মারা যান তিনি। এই গির্জার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এর অনুসারীদের মগজধোলাই করা হয়। তবে গির্জাটি এ অভিযোগ অস্বীকার করে আসছে।  

ইউনিফেকশন চার্চের অনুসারীদের মুনিস বলা হয়ে থাকে। অনুসারীদের কছে সান মিউং মুন শ্রদ্ধেয় হলেও সমালোচকদের দৃষ্টিতে তিনি ভণ্ড।

এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।