কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব ওয়াহিদা আক্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২২ ডিসেম্বর ২০২২

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তারকে পদোন্নতি দিয়ে মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। ওয়াহিদাকে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যদিকে পরিকল্পনা কমিশনের সদস্য সত্যজিত কর্মকারকে পরিকল্পনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনেক সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর নিয়োগ দেওয়া হয়েছে। বিপিএটিসির রেক্টরের পদটি সচিব পদমর্যাদার।

আর অবসরে যাওয়ার সুবিধার্থে বিপিএটিসির রেক্টর রমেন্দ্রনাথ বিশ্বাসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আরএমএম/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।