বইমেলায় আবদুল্লাহ আল ইমরানের নতুন উপন্যাস ‘কালচক্র’
বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে তরুণ লেখক আবদুল্লাহ আল ইমরানের দ্বিতীয় উপন্যাস ‘কালচক্র’। বইটি প্রকাশিত হয়েছে ভাষাচিত্র প্রকাশনী থেকে।
বইট সম্পর্কে আবদুল্লাহ আল ইমরান বলেন, নদীঘেরা এমন এক জনপদকে কেন্দ্র করে এই উপন্যাসের গল্প বিস্তৃত হয়েছে, যেখানে আমার শৈশব-কৈশোর কেটেছে। আমি বেড়ে উঠেছি, বড় হয়ে উঠেছি। ফলে এই উপন্যাসের পরতে পরতে লেগে আছে মায়া, অদ্ভূত সব স্মৃতিকাতরতা।
তিনি বলেন, বুকের মধ্যে এক টুকরো মফস্বল নিয়ে ঢাকায় এসেও খুলনার রোদমাখা বিকেলগুলো ভুলতে পারিনি। ভুলতে পারিনি বলেই পাটকল শ্রমিক, মিষ্টি বউদি কিংবা চন্দ্রলেখাদের গোপন বেদনাগুলো লেখায় ফুটিয়ে তোলার ইচ্ছে আমার বহুদিনের। কালচক্রের গল্প তাই অনেককাল ধরেই আমার পরাণের গহীণে গাঁথা ছিল।
বইটির প্রচ্ছদ এঁকেছেন সানজিদা পারভীন তিন্নি। অমর একুশে বইমেলার ৪১৫-৪১৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে ‘কালচক্র’ উপন্যাসটি।
এআরএস/এনএফ/আরআইপি