ফিজিতে ঘূর্ণিঝড় উইনস্টনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি


প্রকাশিত: ১০:১১ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজিতে ভয়াবহ সাইক্লোন উইন্সটনের আঘাতে কমপক্ষে পাঁচজনের প্রাণহানি ঘটেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় শক্তিশালী এই ঝড় ফিজির প্রধান দ্বীপ ভিতি লেভুর উত্তরাঞ্চলে আঘাত হানে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, উইন্সটনের প্রভাবে ঘন্টায় ৩২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়। এছাড়া প্রবল বর্ষণও হয়। এ সময় সমুদ্রে ৪০ ফুট উঁচু ঢেউ উঠে। ভয়াবহ এ ঝড়ের আঘাতে শত শত বাড়িঘর ধ্বংস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে, ঝড়ের আঘাতে একটি পুরো গ্রাম ধ্বংস হয়েছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।

ঝড়ের আঘাতের আগেই প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে ৭৫০টি আশ্রয় শিবির স্থাপন করেছে। দেশব্যাপী ৩০ দিনের কারফিউ জারি করা হয়েছে। এছাড়া কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়া লোকজনকে গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে।

ফিজি ব্রডকাস্টিং কোম্পানি বলছে, ঝড়ের কারণে এক হাজারের বেশি লোক দেশের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ ভানুয়া লেভুর আশ্রয় শিবিরে অবস্থান করছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের কর্মকর্তা জর্জ ড্রেগ্যাসো বার্তা সংস্থা এপিকে বলেন, ঝড়ের কারণে দেশের ৮০ ভাগ (৯ লাখ) মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এক সপ্তাহের জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। তবে দুর্যোগে মানবিক সহযোগিতা গ্রহণ করার জন্য দেশটির প্রধান বিমানবন্দর চালু থাকবে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।