সিরিয়ায় আইএসের হামলায় নিহত ১৪৩
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ার দুই শহর হোমস ও দামেস্ক নগরীতে বোমা হামলা চালিয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৪৩ জন। আইএস এই হামলার দায় স্বীকার করেছে।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী দামেস্কের অদূরে অবস্থিত সাঈদা জেইনব এলাকায় পরপর চারটি বোমা বিস্ফোরণে অন্তত ৮৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
সিরিয়ার রাজধানী এবং হোমস শহর রোববার বার বার কেঁপে কেঁপে উঠেছে বিস্ফোরণের ধাক্কায়। দুই নগরেই বার বার বাড়ছে মৃতের পরিসংখ্যান।
ব্রিটেন ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, হোমস শহরে নিহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
হোমসে হামলার পর বিস্ফোরণ ঘটে দামেস্কে। আক্রান্ত ও আহত মানুষের আর্তচিৎকারে ভারি হয়ে উঠে রাজধানীর আকাশ।
তবে, এরই মধ্যে খবরে জানা যাচ্ছে যে, সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে সিরিয়ার আলেপ্পোতে ইসলামিক স্টেটের প্রায় ৬০ জন জিহাদি নিহত হয়েছেন।
যদিও এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছিলেন যে, আংশিক যুদ্ধ বিরতি দিতে সম্মত হয়েছে রাশিয়া ও অামেরিকা। রোববারের এই হামলাগুলোতে মূলত সংখ্যালঘু শিয়া মুসলিমদেরকেই লক্ষবস্তু করা হয়েছে।
সিরিয়ার শিয়া মুসলিমদের অত্যন্ত পবিত্র মসজিদ সাঈদা জেইনবতে অন্তত চারটি বিস্ফোরণ ঘটেছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে দামেস্কের ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৮৩ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ১৭৮ জন।
দি আমাক নামের একটি সংবাদ সংস্থা (যেটি আইএস-এর সাথে সম্পৃক্ত) জানিয়েছে, আইএস জঙ্গিরা প্রথমে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং পরে বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়।
সাঈদ জেয়নবে আইএসের হামলায় আত্মঘাতী বোমা হামলায় গতমাসেও নিহত হন অন্তত ৭১ জন।-বিবিসি
এমজেড/পিআর