মিতা আলির ‘অনিবার্যের অনুরণন’


প্রকাশিত: ০৫:৩১ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

যাপিত জীবনের আনন্দ ও কষ্টের অনুভূতি তুলে ধরে বই প্রকাশ করলেন কবি মিতা আলি। এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত ‘অনিবার্যের অনুরণন’ বইটিতে স্থান পেয়েছে ৪০টি কবিতা।

মিতা আলি বলেন, ‘আমার কবিতার বিষয়বস্তু বিচিত্র। দাম্পত্য, সংসার জীবন, মানবতা, দেশপ্রেম বা আমার চারপাশ- যখন যা মাথায় আসে তাই লিখি। লিখবো আরো, যতক্ষণ দখিনা ঘুলঘুলি কিংবা খোলা বারান্দায় দাঁড়িয়ে শ্বাস নিতে পারবো।’

তিনি বলেন, ‘কবিতা আমার অক্সিজেন। যাপিত জীবনের আনন্দ ও কষ্টের অনুভূতি- যা সহজে অন্যকে বলা কিংবা বোঝানো যায় না তা-ই আমার কবিতা।’

‘অনিবার্যের অনুরণন’ বইটি প্রকাশ করেছে ‘যুক্তপ্রকাশ’। প্রচ্ছদ এঁকেছেন বিপ্লব বিপ্রদাস। বইটি পাওয়া যাবে মেলার `সাহস পাবলিকেশন্স’র ৩৭৫ এবং ‘সাহিত্যদেশ’র ৩৬৫ নম্বর স্টলে।

সাহিত্য সংগঠন সবুজ অঙ্গনের সাহিত্য সংকলন ২০০৫-এ মিতা আলির ‘প্রবেশ নিষেধ’ নামে ১২টি কবিতার একটি অনুকাব্য গ্রন্থ প্রকাশিত হয়।

পেশা জীবনে মিতা আলি একজন শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ’র সহকারী অধ্যাপক হিসেবে তিনি কর্মরত।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।