পেলের মৃত্যুতে মেয়র তাপসের শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৩ এএম, ৩১ ডিসেম্বর ২০২২

কিংবদন্তি ফুটবলার পেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় মেয়র শেখ তাপস বলেন, পেলে ফুটবলকে খেলার গন্ডি থেকে বের করে এনে সর্বজনীন করে তুলেছেন। তার পায়ের জাদুতে মজেছে পুরো বিশ্বের ক্রীড়ামোদী মানুষ। ব্রাজিলকে এনে দিয়েছেন তিনটি বিশ্বকাপ আর ফুটবলকে পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়।

তিনি আরও বলেন, বিজয় আর শিরোপা জয়ের গল্পকার পেলের মৃত্যুতে সারাবিশ্বের ফুটবল ভক্তদের ন্যায় আমিও গভীরভাবে শোকাহত। তার অবিস্মরণীয় পদচিহ্ন বিশ্ববাসীর হৃদয়ে অবিনশ্বর হয়ে থাকবে, যুগ-যুগান্তরে অনুপ্রেরণা জুগিয়ে চলবে।

শোকবার্তায় মেয়র শেখ তাপস পেলের পরিবার এবং ব্রাজিলের জনগণের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।

এমএমএ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।