মেলায় কাটেনি একুশের রেশ
ভাষার মাস ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির ২১ তারিখ বাংলা ভাষাভাষীদের কাছে অমর একুশে ফেব্রুয়ারি। দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে স্বীকৃত। যে দিবসটি ‘অমর’ তা কি আবার দিন-তারিখ মেনে চলতে পারে! একদিনে কখনো শেষ হয় না ভাষা আন্দোলনের শহীদ জাতির সূর্য সন্তানদের স্মরণ। চেতনাঋদ্ধ পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই বাংলা ভাষাভাষী মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে ভাষা শহীদদের।
গতকাল রোববার ছিল অমর একুশে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। কিন্তু মাসব্যাপী অমর একুশে বইমেলায় এখনো কাটেনি একুশের রেশ। আজ সোমবার বইমেলা শুরুর পর থেকে আগত দর্শনার্থীদের মধ্যে একুশের সাজ দেখা গেছে। কেউ পরেছেন সাদা-কালোর মিশেলে তৈরি শাড়ি, কালো পাঞ্জাবি, মাথায় ‘অমর একুশের ফেব্রুয়ারি’ লেখা-সংবলিত ফিতা, হাতে-মুখে ‘২১ ফেব্রুয়ারি’ লেখা আল্পনা।
নারায়ণগঞ্জের আল-হিকমা আইডিয়াল স্কুলের ৬০ শিক্ষার্থীকে স্কুলের শিক্ষকরা নিয়ে এসেছেন বইমেলাতে। সবার মাথায় ‘অমর ২১ ফেব্রুয়ারি’ লেখা ফিতা। বইমেলা সম্পর্কে জানা, বিভিন্ন রুচির বিভিন্ন বইয়ের সাথে পরিচিত করে দেয়ার জন্য তাদের নিয়ে এসেছেন বলে জানিয়েছেন স্কুলটির অধ্যক্ষ মূচাক আলী মোল্লা। তিনি জানান, বইমেলা সম্পর্কে যাতে শিক্ষার্থীরা গভীরভাবে জানতে পারে সে জন্য তাদের নিয়ে আসা। আর মাথায় সবার ফিতা থাকার কারণ হচ্ছে, একুশে ফেব্রুয়ারি অমর, যেটি কখনো শেষ হয়ে যায় না। সেটি বোঝাতে আমরা এটি আজো মাথায় লাগিয়ে রেখেছি।
মেলায় আসা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র নাহিনুর রহমান বলেন, একুশে ফেব্রুয়ারি কখনো একদিনে শেষ হয় না। এটি অমর। তাই আজো আমরা ফিতা পরেছি। আর সবার সাথে মেলায় আসতে পেরে ভালো লাগছে।
এএসএস/এমএইচ/এনএফ/এবিএস