ভ্যাট আদায়ে হয়রানি নয়
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি বাস্তবায়ন ও আইটি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন বলেছেন, ভ্যাট বা মূল্য সংযোজন কর (মূসক) আদায়ের ক্ষেত্রে ব্যবসায়ীদের হয়রানি না করে বুঝিয়ে, সুন্দর আচরণের মাধ্যমে ভ্যাট আদায় করতে হবে। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের সহমর্মিতা দেখাতে হবে।
সোমবার রাজধানীর মতিঝিলে দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজ (এফবিসিসিআই) ভবনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনকে (এফবিসিসিআই) যৌথভাবে এ মত বিনিময় সভার আয়োজন করে।
সভায় ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন বলেন, কর সমঝোতার মাধ্যমে আদায় করতে হবে, ভয় দেখিয়ে নয়। বুঝিয়ে কর আদায় করার জন্য কমকর্তাদের বলা হয়েছে। সুন্দর আচরণের মাধ্যমে কর আদায় করতে হবে।
ভ্যাট আদায়ের ক্ষেত্রে অনেকে হয়রানির অভিযোগ করেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা স্বীকার করি মাঠ পর্যায়ে এমন সমস্যা আছে, তবে তা সমাধানের চেষ্টা করবো।’
জাহাঙ্গীর হোসেন বলেন, নতুন ভ্যাট আইন সম্পর্কে ব্যাপক আকারে জনগণকে জানাতে হবে। যিনি কর দিবেন উনাকে বুঝাতে হবে। যেন আইন ও নিয়ম অনুযায়ী কর দেন। আর আইন ও বিধি মোতাবেক একই ব্যবসায় যাতে ভিন্ন ভিন্ন কর আদায় করা না হয় সে বিষয়টি নিশ্চিত করবো।
তিনি বলেন, হয়রানিমুক্ত কর আদায় সকলের প্রত্যাশা। আমরা বিনয়ের সঙ্গে বলবো আপনার (ব্যবসায়ীদের) সমস্যা জানানোর জন্য। সেখানে আমরা সুষ্ঠু আচরণ করার জন্য এনবিআর মাঠ পর্যায়ের সকলকে বলবো।
নতুন আইন নিয়ে ভয়ের কিছু নেই জানিয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, ভ্যাটের নতুন আইনের আওতায় কোনো ধরনের ভুল আছে কি না সেটা সবাই জানাতে হবে।
নতুন ভ্যাট আইনে সকলের জন্য সমন্নয় হচ্ছে না বলে মটরপার্টস ব্যবসায়ীরা যে অভিযোগ করেছেন তার প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের এই সদস্য বলেন, নতুন ভ্যাট আইন অনুযায়ী এ খাতের সকলের জন্য ভ্যাট আইন এক রকম হবে।
ব্যবসায়ীদের হিসাব ঠিক মতো রাখার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, আপনারা আপনাদের ব্যবসার হিসাব সঠিকভাবে রাখবেন, তাহলে ভ্যাট আদায় করতে সহজ হবে।
সভায় এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এসআই/একে/এবিএস