বিদিশা-জিন্নাত-রেশমারা বাদ পড়েছেন এরশাদের আত্মজীবনীতে
বিদিশা, জিন্নাত, রেশমারা বাদ পড়েছেন এরশাদের আত্মজীবনী থেকে। ‘আমার কর্ম, আমার জীবন’ নামে আজ (মঙ্গলবার) বাংলাদেশের রাজনীতির বহুল আলোচিত এক চরিত্র হুসেইন মুহম্মদ এরশাদের আত্মজীবনীর মোড়ক উন্মোচন হবে। বইটিতে স্থান হয়নি এরশাদের জীবনে আসা এসব রমনীদের কাহিনী।
এই বইতে নানা স্পর্শকাতর বিষয় এড়িয়ে গেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। তার জীবনের বহুল আলোচিত নানা অধ্যায় নিয়ে কিছেই লেখেননি তিনি। বইটিতে এরশাদ বারবার রওশনের কথা বললেও নীরব থেকেছেন বিদিশা-জিনাত ইস্যুতে।
বইতে জিয়াউর রহমান হত্যার জন্য জেনারেল মঞ্জুরকে দায়ী করেন এরশাদ। এছাড়া, তার ক্ষমতা গ্রহণ ও পদত্যাগ নিয়েও লিখেছেন।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও জাতীয় চার নেতা হত্যার পর ১৯৮১ সালের ৩০ মে জাতির কপালে আরেকটি কলঙ্কের চিহ্ন এঁকে দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বইটিতে।
এছাড়াও বইটিতে তার ছাত্র জীবন, চাকুরি জীবন, ক্ষমতার ৯ বছরের অনেক কথাই বলা হয়েছে।
এএম/বিএ