৬৮ ইউপিতে প্রার্থী খুঁজে পায়নি বিএনপি!
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে। অথচ চূড়ান্ত প্রার্থী মনোনয়নের পর ৬৮ কেন্দ্রে প্রার্থীই খুঁজে পায়নি বিএনপি।
খোঁজ নিয়ে জানা গেছে, ৭৩৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে ৬৭১টিতে মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। বাকি ৬৮টি ইউনিয়ন পরিষদে ধানের শীষ প্রতীকের কোনো প্রার্থী থাকছে না।
এ বিষয়ে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ায় যুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান বলেন, ভয়ভীতির কারণে অনেক ইউনিয়নে প্রার্থী হতে নেতারা রাজি হননি। তাই কিছু কিছু ইউনিয়ন পরিষদে প্রার্থী ঠিক করা সম্ভব হয়নি।
শাহজাহান আরো বলেন, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নানা হয়রানি, হুমকি-ধামকি ও মামলা-হামলার কারণে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে রাজি হননি অনেক আগ্রহী প্রার্থী। অনেক জায়গায় বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়া হয়েছে।
তিনি বলেন, সেখানে সরাসরি বিএনপির প্রার্থী থাকবে না সেখানে জোটের ও সমমনা প্রার্থীদের সমর্থন দেবে বিএনপি। এ বিষয়টি স্থানীয় পর্যায়েই আলোচনা সাপেক্ষে চূড়ান্ত হবে।
তবে না প্রকাশ না করার শর্তে দক্ষিণাঞ্জলের এক প্রার্থী জানান, সরকার যেভাবে নির্বাচন করছে এভাবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয় ছিনিয়ে আনা অসম্ভব। অযথা টাকা খরচ করে হয়রানির মধ্যে পড়তে চাই না। তাই এবার নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি।
এমএম/বিএ