টি-টোয়েন্টিতে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ বাংলাদেশের


প্রকাশিত: ০৯:২৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত একটি দল হয়ে উঠেছে বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টিতে এখনও সেভাবে নিজেদের গড়ে তুলতে পারেনি মাশরাফি অ্যান্ড কোং। বারবার এই ফরম্যাটে এসে হোঁচট খায় তারা। র‌্যাংকিংয়েও পিছিয়ে অনেক বেশি। অন্তত বাংলাদেশের আগে রয়েছে আফগানিস্তানের মতো দেশ। তো, এই বৃত্ত থেকে বের হওয়ার চ্যালেঞ্জ এবার বাংলাদেশের। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ মনে করছেন, এবার এই চ্যালেঞ্জে জয়ী হতে পারবেন তারা।

টি-টোয়েন্টি চ্যালেঞ্জ নিয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘এটাই চ্যালেঞ্জ আমাদের। সবাই বলে টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা ভালো দল নই। এটাই আমাদের চ্যালেঞ্জ, নিজেদের প্রমাণ করতে হবে আমাদের। স্ট্রাইক রেট আরও ভালো করতে হবে। আগ্রাসী ক্রিকেট খেললে নিজের খেলাও ভালো হবে, দলেরও ভালো হবে। আশা করি এবারের এশিয়া কাপে আমরা এই শেকিনেস কাটিয়ে উঠতে পারবো। আমরা জ্বলে উঠবো।’

এশিয়া কাপের আগে প্রতিজ্ঞার কথাও জানালেন রিয়াদ। তিনি বলেন, ‘সবসময়ই আমাদের মধ্যে ওই প্রতিজ্ঞা কাজ করে, যখন আমরা দেশের জার্সি গায়ে খেলতে নামি। সবসময়ই আত্মবিশ্বাস থাকে সবার মাঝে। গত এশিয়া কাপে ভালো সুযোগ থাকলেও আমরা পারিনি। এবার তেমন কিছু চাই না। কাছাকাছি (ফাইনালের) যেতে চাই, এরপর সেখান থেকে যেন সুযোগ না হারাই।’

আগ্রাসী ক্রিকেট খেলতে চান রিয়াদ। বললেন, ‘প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভালো ক্রিকেট খেলতে হবে, কনফিডেন্ট ক্রিকেট খেলতে হবে। আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। প্রতিটি ম্যাচেই আমরা সেই মানসিকতা নিয়ে মাঠে নামবো।’

টি-টোয়েন্টিতে রিয়াদ অচল, তার ব্যাটিং এ ফরম্যাচে চলে না- এসব অভিযোগ এবার ঘুচিয়ে দিতে চান আগ্রাসী ব্যাটিং করে। তিনি বলেন, ‘আমি নিজেকে আগ্রাসী ব্যাটিং করার জন্যই প্রস্তুত করার চেষ্টা করছি। যখনই নামবো, প্রথম বলেই ছক্কা মারার চেষ্টা করবো। শুধু ব্যাটসম্যান না, বোলার বা সবাইকেই টি-টোয়েন্টিতে একটু কৌশলী হতে হয়। পরিস্থিতি বুঝে খেলতে হয়। একটা উইকেট, রান আউট বা ছক্কা খেলার পরিস্থিতি বদলে দেয়। ধারাবাহিকতা ধরে রাখা ও পরিস্থিতি বুঝে খেলতে হবে।’

তাহলে রিয়াদ আগ্রাসী খেলার উৎসটা পাবেন কোথা থেকে? তিনি নিজেই জানালেন, ‘আত্মবিশ্বাস। এই মুহূর্তে আমরা আত্মবিশ্বাসী। আমাদের বিশ্বাস যে আমরা ব্যতিক্রমী ও আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতে পারবো। আগে যেটা বললাম, আগ্রাসী খেলাটা গুরুত্বপূর্ণ। সবার মানসিকতা এরকম যে আমরা আগ্রাসী খেলতে পারবো।’

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।