তিন দিনেই মঙ্গলে! (ভিডিও)


প্রকাশিত: ১১:৩১ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে অনেক সময় দুদিন কিংবা তিনদিনও সময়ের প্রয়োজন হয়। কিন্তু এবার পৃথিবীর গণ্ডি ছেড়ে মাত্র ৩ দিনেই পৌঁছানো যাবে মঙ্গল গ্রহে। নাসার বিজ্ঞানীরা এমন এক ধরনের যান তৈরি করেছেন যা কল্পনাকেও হার মানাবে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিলিপ লুবিনের নেতৃত্বে এই যান তৈরি করছেন একদল বিজ্ঞানী। কীভাবে সম্ভব হবে এই অবিশ্বাস্য কাজ? লুবিন বলেন, এটা সম্ভব হবে আলোর কল্যাণে। এত দিন ধরে মহাকাশে যত যান পাঠানো হয়েছে তা সবই কোনও জ্বালানি থেকে প্রাপ্ত গতিতে বায়ুমণ্ডলের সীমা ছাড়িয়ে পৌঁছেছে।

তবে এই নতুন যানে জ্বালানির কাজ করবে আলো। আসলে ঠিক জ্বালানি নয়, এক ধরনের ইলেক্ট্রো ম্যাগনেটিক রেডিয়েশন এই গতি দেবে যানটিকে। সম্প্রতি এ নিয়ে নাসা একটি ভিডিও প্রকাশ করেছে।

অধ্যাপক লুবিন বলেন, বিজ্ঞানে এমন কিছু অগ্রগতি হয়েছে, যা কল্পবিজ্ঞানকে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেবে। ইলেক্ট্রো ম্যাগনেটিক অ্যাকসেলারেশনও তেমনই একটা বৈজ্ঞানিক প্রয়াস। রকেট জ্বালানিতে যে গতি পাওয়া যায়, তার চেয়ে অনেক অনেক দ্রুত গতিতে ছুটবে এই যান। যা ৩ দিনে পৌঁছে দেবে মঙ্গলে।

ভিডিও দেখুন:



এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।