নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. সাদ্দাম হোসেন (২৭) নামে এক শ্রমিক মারা গেছেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ১টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৩টায় মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ঢামেক হাসপাতালের সাততলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
নিহতের সহকর্মী মেহেদী হাসান বলেন, ছয়তলা ভবনে নির্মাণকাজ করার সময় সাদ্দাম অসাবধানতাবশত নিচে পড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সাদ্দামকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ১০ বছর ধরে দিনে অটোরিকশাচালক, রাতে মোটরসাইকেল চোর
তিনি আরও বলেন, সাদ্দাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আব্দুল হাইয়ের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় থাকতেন।
আরও পড়ুন: বনশ্রীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/আরএডি/এএসএম