দেশে পৌঁছালো এয়ার অ্যাস্ট্রার তৃতীয় এয়ারক্রাফট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৪ এএম, ১৯ জানুয়ারি ২০২৩

দেশে পৌঁছেছে নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রার তৃতীয় এয়ারক্রাফট। বুধবার (১৮ জানুয়ারি) দিনগত রাত আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাস্ট্রার এটিআর ৭২-৬০০ (S2-STA) মডেলের এয়ারক্রাফটটি এসে পৌঁছায়।

এ বিষয়ে এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ জাগো নিউজকে বলেন, মঙ্গলবার (১৭ জানুয়ারি) ফ্রান্সের টুল্যুজ থেকে রওনা হয়ে মিশরের কায়রো ও ওমানের মাস্কাট হয়ে দেশে পৌঁছেছে এয়ারক্রাফটটি। এর মধ্য দিয়ে এয়ার অ্যাস্ট্রার এয়ারক্রাফট বহরের সংখ্যা তিনটিতে উন্নীত হলো। ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির নির্ভরযোগ্য এয়ারক্রাফট। এয়ারক্রাফটির আরামদায়ক কেবিন ৭০ জন যাত্রী বহন করার জন্য প্রস্তুত করা হয়েছে।

২০২২ সালের ২৪ নভেম্বর থেকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার অ্যাস্ট্রা। ঢাকা-কক্সবাজার-ঢাকা ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে প্রতিদিন সমান চারটি করে ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা। পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটেই ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা রয়েছে বেসরকারি এয়ারলাইন্সটির। এছাড়া শিগগির ঢাকা-সিলেট-ঢাকা ও ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে এয়ার অ্যাস্ট্রা।

এমএমএ/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।