খিলক্ষেতে বাসের ধাক্কায় আহত অটোরিকশাচালকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২০ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় আহত সিএনজিচালিত অটোরিকশাচালক মো. আক্কাস আলী সরদার (৪০) মারা গেছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে খিলক্ষেত থানার বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী শরীয়তপুরের ডামুড্ডা থানার কুতুবপুর গ্রামের আব্দুল লতিফ সরদারের ছেলে। তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।

আরও পড়ুন: সড়কে প্রতিদিন গড়ে ১৭ মৃত্যু

নিহতের ভাই সাইদুল ইসলাম বলেন, আমার ভাই পেশায় অটোরিকশাচালক। গত মঙ্গলবার বিমানবন্দরে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আক্কাস আলী গুরুতর আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার) তিনি মারা গেছেন।

আরও পড়ুন: বছরে ২৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়

আরও পড়ুন: বিমানের টরন্টোগামী উড়োজাহাজে ভাঙচুর

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাজী আল-আমিন/আরএডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।