বইমেলায় পাওয়া যাচ্ছে হিটলার এ. হালিমের ‘না মেয়ে কেঁদো না’


প্রকাশিত: ০৩:০১ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক ও লেখক হিটলার এ. হালিমের গল্পগ্রন্থ ‘না মেয়ে কেঁদো না’। বইটি সুবর্ণ প্রকাশনী থেকে বের হয়েছে।

বইটি সম্পর্কে হিটলার এ. হালিম বলেন, বব মার্লের বিশ্বখ্যাত গান নো ওমেন, নো ক্রাই (গানের শিরোনাম) অবলম্বনে গল্পগ্রন্থটির নামকরণ করা হয়েছে ‘না মেয়ে কেঁদো না’। তবে গানের শিরোনামের সঙ্গে গল্পের কোনো মিল নেই। বইটির একেকটি গল্প একেক রকম। অামাদের চারপাশের চেনাজানা ঘটনাগুলো একেবারে কথ্য ভাষায় তুলে আনা হয়েছে।

উল্লেখ্য, বইটিতে ১০টি গল্প রয়েছে। এগুলো হল- না মেয়ে কেঁদো না, ভুলে যাওয়া কিংবা মনে রাখার গল্প, কাদামেঘ, হাতঘড়ি-নৌকা ও একটি সারমেয় কাহিনী, গাড়ি নম্বর ১৭ সিট নম্বর ২১, জলবতী মেঘের রেখা, আততায়ী, কালস্রোত, গল্পটি অন্যরকম হতে পারত এবং থিমকুন। বইটির প্রচ্ছদ করেছেন হামিদুল ইসলাম। দাম ১০০ টাকা। বইমেলায় ৪৯৮-৫০০ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।