বিদায় জানালো নিউজ অব দ্য ওয়ার্ল্ড


প্রকাশিত: ০৪:৫২ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

বন্ধ হয়ে গেল ব্রিটেনের অন্যতম জনপ্রিয় এবং আলোচিত দৈনিক নিউজ অব দ্য ওয়ার্ল্ড। টেলিফোন হ্যাকিং কেলেঙ্কারির বোঝা মাথায় নিয়ে ১৬৮ বছরের কর্মযজ্ঞের ইতি টানলো এই ট্যাবলয়েড পত্রিকাটি। ১৯ শতকের মাঝামাঝি সময়ে যাত্রা শুরু করে শেষ পর্যন্ত চাঞ্চল্যকর খবরের পাশাপাশি তারা ছাপিয়েছে বহু আলোচিত ছবি। কিন্তু সব কিছুর যেমন শেষ আছে, তেমনি এই পত্রিকাটিও শেষ পর্যন্ত সমাপ্তি টানলো।

তবে গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়েও শেষটা হলো কেলেঙ্কারির মধ্য দিয়ে। গত কয়েকদিন ধরে নিউজ অব দ্য ওয়ার্ল্ড এর কেলেঙ্কারি ঝড় ওঠেছে সংবাদ মাধ্যম ও রাজনীতিক মহলে। দিনের পর দিন খ্যাতনামা ব্যক্তিদের ফোন টেপের পাশাপাশি পুলিশকে ঘুষ দিয়ে গোপন তথ্য সংগ্রহ করে আসছিলো তারা। এ নিয়ে একাধিকবার তদন্তও হয়েছে পত্রিকাটির  বিরুদ্ধে। কিন্তু কিছু হয়নি। তবে শেষ পর্যন্ত ধরা পড়তে হলো তাদের।

ব্রিটেনের অন্যান্য মিডিয়া ফাঁস করে দিল কীভাবে লন্ডন বোমা হামলায় হতাহতদের আত্মীয়দের ফোন তারা টেপ করেছে। এছাড়া নিহত এক সেনার পরিবারের ফোনও তারা টেপ করেছে বলে ফাঁস হয়েছে। এতদিন ধরে তারকাদের গোপন খবর ফাঁস করায় কারো আপত্তি ছিল না, কিন্তু সাধারণ মানুষের গোপনীয়তা নিয়ে এভাবে খেলা করায় টনক নড়েছে সবার। যার ফলাফল চারিদিকে তীব্র নিন্দার ঝড় এবং শেষ পর্যন্ত নিউজ অব দ্য ওয়ার্ল্ড এর পতন।

বিদায় নেওয়ার সময় পত্রিকাটির সম্পাদক কলিন মাইলার পাঠকদের উদ্দেশ্যে বলেছেন, “এই অবস্থায় আমরা পড়তে চাইনি এবং এই অবস্থানে আমাদের থাকার কথাও নয়। তবে এটাই আমাদের সাড়ে সাত মিলিয়ন পাঠকদের প্রতি শেষ শ্রদ্ধা, এটা আপনাদের ও সকল কর্মরতদের জন্য।”

শেষ দিনের সংখ্যার প্রথম পাতাতে বড় করে লেখা হয়েছে, “ধন্যবাদ এবং বিদায়।” আর শেষ পাতাটিতে ছাপা হয়েছে ১৬৮ বছর আগে প্রকাশিত প্রথম সংখ্যার ছবি।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।