চোখ`র পাঠ উন্মোচন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান


প্রকাশিত: ০৬:২৭ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

`অক্ষরে বিম্বিত চারপাশ` শ্লোগানকে সামনে রেখে ডাকসুর দ্বিতীয় তলায় বুধবার সন্ধ্যা ৭টায় অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন হল `চোখ সাহিত্য সংসদ`র মূখপত্র `চোখ`র পাঠ উন্মোচন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন চোখ সাহিত্য সংসদের মুখপত্র চোখ`র সম্পাদক শাহাদাৎ শাহেদের সভাপতিত্বে ও সহযোগি সম্পাদক নির্বাক কামরুলের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়া সম্রাট জগলুল হায়দার, বিশিষ্ট ছড়াকার জুলফিকার শাহাদাৎ, লেখক-সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবাল প্রমুখ। তরুণদের উৎসাহ ও প্রণোদনা প্রদানকল্পে `চোখ সাহিত্য সংসদ` সাহিত্যের গুরুত্বপূর্ণ শাখা ছড়া, গল্প ও কবিতায় ২জন করে মোট ৬ জনকে পুরস্কৃত করে। ছড়ায় নাজিয়া ফেরদৌস, রকিবুল ইসলাম, কবিতায় আমির আসহাব, তাসরিফা রূপা, গল্পে মাহির ফয়সাল ও মিতুল সাইফকে পুরস্কৃত করা হয়। সংগঠনের পক্ষথেকে বক্তব্য রাখেন চোখ`র আলী হোসাইন, সাফি উল্লাহ্, সুজন শান্তনু প্রমুখ।

অতিথিদের মধ্যে জগলুল হায়দার বলেন, `চোখ অনেক দূরে যাবে এইটা বলতেই পারি। তার চেয়েও বেশি প্রত্যাশা চোখ`র ভিশন বা দৃষ্টি বহুদূর যাবে। তিনি আরো বলেন, হতাশার কোন জাগাই নাই। সব শক্তির উৎস তারুণ্য। পৃথিবীর সব পরিবর্তণ আসে তারুণ্যের হাত ধরে। `  জুলফিকার শাহাদাৎ বলেন, `লোভ মোহকে ত্যাগ করতে হবে। যে লোভ, মোহকে উপেক্ষা করতে পারছে তাকে পৃথিবীতে দমাতে পারবে না। তিনি আরো বলেন, লেখকদের মৌলিক ভাবনা থাকতে হবে। আলাদা কিছু করতে হবে।

সমাপনী বক্তব্যে সম্পাদক শাহাদাৎ শাহেদ বলেন, `আহমদ ছফা নিয়ম ভাঙ্গার মানুষ। চোখ`র কোন সম্পাদকীয় নেই, সম্পাদকীয়র স্থলে তাই চোখ উৎসর্গ করা হয়েছে তাঁর নামে। তিনি আরো বলেন, চোখ ছয় মাস থেকে যে পথ চলা শুরু করেছে তা শেষ হবে না চোখ থাকা পর্যন্ত।`

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।