প্রধানমন্ত্রীর অনুমোদিত কমিটিকে বৃদ্ধাঙুলি দেখাল জবি ছাত্রলীগ
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে বৃদ্ধাঙুলি দেখিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্ত্বরে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশের কোতায়ালী জোনের এসি আহাদ মিয়া ও ওসি আবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
জবি শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন। এতে শাখার ছাত্রলীগের নেতারা ভাল পদ পাননি বলে অভিযোগ করছেন বিশ্ববিদ্যালয়েল ছাত্রলীগের নেতারা। এ কারণে জবি শাখা ছাত্রলীগের শীর্ষ নেতাদের ইন্ধনে ক্যাম্পাসে ‘‘বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কেন্দ্রীয় নির্বাহী সংসদে/ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অবজ্ঞা করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন ব্যানারে কর্মসূচি পালন করে।
এদিকে, মিছিল শুরুর মিনিট পাঁচেক আগে জবি ক্যাফেটেরিয়া সংলগ্ন মিডিয়া চত্ত্বরে রাখা শিক্ষকদের পরিবহনকারী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ড পরিকল্পিত বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের পরিচালক ড. মনিরুজ্জামান।
তিনি বলেন, ক্যাম্পাসে যেখানে এ বাসটি রাখা হয়েছে সেখানে দুটো সিসি ক্যামেরা রয়েছে। অবশ্য তিনি বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ কক্ষে গিয়ে দেখতে পান ওই সিসি ক্যামেরাগুলো নষ্ট। অথচ গতকালও তা চালছিল। এমনকি বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদে লাগানো ক্যামেরাটিও নষ্ট এবং প্রশাসনিক ভবনে লাগানো ক্যামেরাটি নিচু করে রাখা হয়েছে।
তিনি আরো জানান, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার কয়েক মিটার পাশেই বাংলাদেশ ব্যাংকের ওয়াচ টাওয়ার রয়েছে। অথচ ওই ওয়াচ টাওয়ারে বসা গার্ড কিভাবে আগুন লেগেছে তা জানেন না।
এদিকে ওই বাসের চালক আবুল বাসার জাগো নিউজকে জানান, আমি রফিক মিস্ত্রিকে গাড়িতে বসিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টোর রুমে যাই। সেখানে পৌঁছাতেই শুনতে পাই বাসে আগুন লেগেছে। আমি আগুন নেভাতে গেলে কিছু ছাত্র আমাকে আগুন নেভাতে বাধা দেয়। তখন বাধা না মেনে জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। এ ঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
বাসের মিস্ত্রি রফিক জানান, আমি একটি যন্ত্র আনতে ভাস্কর্য চত্ত্বরে রাখা অন্য গাড়িতে যাওয়া মাত্রই পেছন ফিরে দেখি গাড়িতে আগুন জ্বলছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুর মোহাম্মদ বলেন, আমরা এ বিষয়ে একটি তদন্ত কিমিটি করেছি। ছাত্রলীগের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে তিনি জাগো নিউজকে বলেন, ছাত্রলীগের মিছিল অন্য ইস্যু। অগ্নিকাণ্ডের ঘটনার পরে মিছিল করে ছাত্রলীগ। তবে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।
এসএম/এসকেডি/সুব্রত মণ্ডল/জেএইচ/পিআর