বৈশ্বিক অর্থনীতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ : আইএমএফ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, বৈশ্বিক অর্থনীতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একই সঙ্গে সংস্থাটি এ সংকট মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোকে শিগগিরই পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছে।
চীনের সাংহাইয়ে আগামী সপ্তাহে জি-২০ দেশগুলোর ঊর্ধ্বতন নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে সামনে রেখেই এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বিশ্ব বাজারে তেলের মূল্যহ্রাস ও চীনসহ অন্যান্য দেশের অর্থনীতির শ্লথ প্রবৃদ্ধির কারণে বৈশ্বিক উদ্বেগ তৈরি করেছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগামী অর্থবছরে বিভিন্ন দেশের সরকারি বিনিয়োগ বৃদ্ধিতে সমন্বিত চাহিদা সমর্থনের জন্য এখনই পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এছাড়া বৈশ্বিক প্রবৃদ্ধি যদি গতিশীল না হয়, সেক্ষেত্রে জি-২০ দেশগুলোকে আরো অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সংস্থাটি বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার শরণার্থী সংকট ও সদ্য ছড়িয়ে পড়া জিকা ভাইরাসে আক্রান্তরা অন্যান্য দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। বৈশ্বিকভাবে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ সংকট মোকাবেলা করা যেতে পারে।
এসআইএস/আরআইপি