বাজার থেকে টিয়া-মুনিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৪৮ এএম, ২৪ জানুয়ারি ২০২৩

খাঁচায় বন্দি করে বিক্রির সময় চট্টগ্রাম মহানগরীর দেওয়ান হাট বাজার থেকে তিনটি টিয়া ও দুটি মুনিয়া পাখি উদ্ধার করেছে বনবিভাগের বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় পাখিগুলো উদ্ধার করে অবমুক্ত করা হয় ষোলশহর এলাকায়।

ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল টিমের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মুহাম্মদ ইসমাইল হোসাইন জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় দেওয়ান হাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় আমাদের অবস্থান জানতে পেরে পাখিগুলো বিক্রির জন্য আনা লোকটি পালিয়ে যান।

তিনি বলেন, খাঁচাবন্দি ৫টি পাখি উদ্ধার করা হয়। তার মধ্যে ৩টি টিয়া ও দুটি মুনিয়া। এগুলো পরে অবমুক্ত করা হয়।

ইকবাল হোসেন/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।