নিলামে মিসরের প্রেসিডেন্ট (ভিডিও)


প্রকাশিত: ১০:৫১ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে ঘিরে অনলাইনে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। ‘দেশের জন্য নিজেকে বিক্রি করে দিতে প্রস্তুত’ এমন মন্তব্য করার পর দেশটির নাগরিকরা অনলাইনে কেনাবেচার সাইট ই-বেতে নিলামে তুলেছেন সিসিকে।

এর আগে বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে সিসি বলেন, সর্বশক্তিমান আল্লাহর কসম, দেশের জনগণের উপকারের জন্য যদি আমাকে বিক্রি করে দিতে হয়, আমি তাই করবো। দেশটির অর্থেনৈতিক প্রবৃদ্ধি নিয়ে নতুন এক পরিকল্পনা ঘোষণার সময় তিনি এ মন্তব্য করেন।

cc
তার ওই মন্তব্যের পর ই-বেতে একটি পেইজ খোলা হয়। যেখানে কযেক ঘণ্টার মধ্যেই সিসির দাম উঠে এক লাখ মার্কিন ডলার। বিজ্ঞাপনে সিসির ছবি দিয়ে বলা হয়, ই-বেতে বিক্রির জন্য ফিল্ড মার্শাল, সামরিক ব্যাকগ্রাউন্ডসহ ড. অব ফিলোসফি, বর্তমান দর এক লাখ ৩০১ মার্কিন ডলার।

বিজ্ঞাপনে আরো বলা হয়, আরব উপসাগরীয় রাজপরিবারে সিসিকে ব্যবহার করা হয়েছিল, এ কারণে বিনাখরচে জাহাজে ভ্রমণ করতে পারবেন। পরে ওই পেইজটি অনলাইন থেকে মুছে ফেলা হয়।

মানবাধিকার সংস্থাগুলো দেশটির সাবেক স্বৈরশাসক প্রেসিডেন্ট হোসনি মুবারকের সঙ্গে বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে তুলনা করেন। ব্যাপক গণ-অভ্যুত্থানের মুখে ২০১১ সালে ক্ষমতা থেকে সড়ে দাঁড়াতে বাধ্য হন হোসনি মুবারক।

ভিডিও :



সূত্র : আলজাজিরা।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।