বিশ্বের সবচেয়ে বড় পায়ের মানুষকে জুতা উপহার


প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

বিশ্বে যাদের পা বড় তাদের জন্যে জুতসই জুতা খুঁজে পাওয়া বেশ চ্যালেঞ্জের কাজ। কিন্তু যার পা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় তার অবস্থাটা কী ধরনের হতে পারে নিয়ে অনেকেই চমকে উঠতে বাধ্য।

ভেনিজুয়েলার জেসন রড্রিগজ বিশ্বের সবচেয়ে বড় পায়ের মানুষ। বুধবার জার্মানির জুতা প্রস্তুতকারী গিয়র্গ ওয়েলসের কাছ থেকে তিনি উপহার হিসেবে পেয়েছেন চার জোড়া জুতা। এগুলোর সাইজ ২৬।

ওয়েলস সাধারণত স্বাভাবিক মাপের বাইরের জুতা, স্নিকার ও স্যান্ডেল তৈরি করে থাকে। টেলিফোন সাক্ষাতকারে ওয়েলস বলেন, গত প্রায় ৪০ বছর ধরে আমি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষদের জন্যে জুতা তৈরি করছি। আর বিনামূল্যে দেয়ার জন্যেই তা তৈরি করছি।

এ পর্যন্ত প্রায় ৫শ জোড়া জুতা উপহার হিসেবে দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি কখনই ভাবছি না এসব জুতার দাম কতো। কারণ এসবই উপহার।

জেসন রোড্রিগজ ২০১৪ সালে গিনেস ওয়ার্ল্ড বুকে বিশ্বের সবচেয়ে বড় পায়ের মানুষ হিসেবে স্থান পান। তার ডান পা ১৫.৮ ইঞ্চি ও বাম পা ১৫.৬ ইঞ্চি লম্বা।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।