ডব্লিউসিও সম্মাননা পেলেন এনবিআরের ১৭ কর্মকর্তা, তিন প্রতিষ্ঠান

ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) ‘সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা পেয়েছেন এনবিআর অধিভুক্ত দপ্তরের ১৭ কর্মকর্তা-কর্মচারী ও তিন প্রতিষ্ঠান। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- এনবিআরের প্রথম সচিব ড. মো. নেয়ামুল ইসলাম, ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইস ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. রুহল আমিন, মোছা. শাকিলা পারভীন, আবদুল রশীদ মিয়া, মোংলা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মহিববুর রহমান ভূঞা, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক মো. পায়েল পাশা, এনবিআরের দ্বিতীয় সচিব মো. পারভেজ রেজা চৌধুরী, বৃহং করদাতা ইউনিটের উপ-কমিশনার মিতুল বণিক।
এছাড়াও রয়েছেন- ঢাকা (পূর্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মো. ইফতেখার আলম ভূঁইয়া, চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ-কমিশনার মোছা. আয়শা সিদ্দিকা, ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার জেবুন্নেছা, এনবিআরের সহকারী প্রোগ্রামার কামরুন নাহার মায়া, ঢাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাতের রাজস্ব কর্মকৰ্তা বিপ্লব রায়, সহকারী রাজস্ব কর্মকর্তা অনিমেষ মন্ডল, মো. ফাহাদ চৌধুরী, মনিরুল ইসলাম ও মো. আসাদুজ্জামান খান।
একই সঙ্গে, শিল্প মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে অংশীজন হিসেবে অবদান রাখায় সার্টিফিকেট অব মেরিট ও সম্মামনা স্মারক দেওয়া হয়েছে।
বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডাব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৩টি দেশে আজ একযোগে দিবসটি উদযাপন করা হচ্ছে। ২০০৯ সালে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাজেশন এ দিনটিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণার পর থেকেই বাংলাদেশও দিবসটি উদযাপন করছে। এ বছর ১৪ম আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হচ্ছে। এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘ভবিষ্যৎ প্রজন্মের লালন: কাস্টমসে জ্ঞানচর্চা ও উত্তম পেশাদারত্বের বিকাশ’।
এসএম/কেএসআর/জিকেএস