ইতিহাদ এয়ারওয়েজের লোভনীয় অফার


প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যেও পর এবার ঢাকা রুটে বিজনেস ও ইকোনোমি ক্লাসের টিকেটে লোভনীয় অফার দিয়েছে ইতিহাদ এয়ারওয়েজ।

সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল এয়ারলাইন ইতিহাদ এয়ারওয়েজ তার সর্বশেষ গ্লোবাল সেলের উপর বাংলাদেশে ভ্রমণকারীদের জন্যে এই অফারের ঘোষনণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইতিহাদ এয়ারওয়েজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য জুড়ে গন্তব্যস্থলে ভ্রমণের ক্ষেত্রে ঢাকা থেকে যাত্রীরা তাদের পছন্দ মতো এয়ারলাইন্সের বিজনেস ও ইকোনোমি ক্লাসের দৈনিক ফ্লাইট বেছে নেয়ার বিস্তৃত সুযোগ পাবেন।

এয়ারলাইনের কেন্দ্রস্থল আবুধাবীর মাধ্যমে অতিথিরা নিউ ইয়র্ক, শিকাগো, ওয়াশিংটন, লস এঞ্জেলস, ডালাস, টরেন্টো, লন্ডন, ম্যানচেস্টার, রোম, মিলান, প্যারিস ও ফ্রাঙ্কফুর্টসহ বিশ্বব্যাপী আরো অনেক জনপ্রিয় শহরে ভ্রমণের ক্ষেত্রে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত উপভোগ করবেন বিশেষ অফার।

বিজনেস ক্লাসের ফিরতি টিকিট ও সকল-অন্তর্ভুক্তিসহ টিকিট মূল্য শুরু হয়েছে লন্ডনের জন্য ১৭৫,৮৫৪ টাকা এবং নিউ ইয়র্কের জন্য ২৭১,৮১৫ টাকা। ইকোনোমি ক্লাসের সকল-অন্তর্ভুক্তিসহ টিকিট মূল্য শুরু হয়েছে লন্ডনের জন্য ৭৯,৮৬৯ টাকা এবং নিউ ইয়র্কের জন্য ৭৬,৯২৬ টাকা।

উন্নত সংযোগের পাশাপাশি ইতিহাদ এয়ারওয়েজের অতিথিরা যুক্তরাষ্ট্রে ভ্রমণকালে তাদের ট্রানজিটের সময় যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন ও কাস্টোমস ক্লিয়ারিং এর ক্ষেত্রে বাড়তি সুবিধা হিসেবে আবুধাবী আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ইউএস প্রি-ক্লিয়ার পাবেন।

এই প্রথম মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক পর্যটকরা আভ্যন্তরীণ যাত্রী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোসহ পাচ্ছেন ঝামেলা বিহীন ইমিগ্রেশন সম্পন্নের সুযোগ।

ইতিহাদ এয়ারওয়েজের বাংলাদেশের জেনারেল ম্যানেজার হানিফ জাকারিয়া বলেন, বাংলাদেশের আমাদের গেটওয়ে শহরগুলো থেকে ইতিহাদ এয়ারওয়েজের বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্কের বিভিন্ন বৈচিত্রপূর্ণ গন্তব্যস্থলে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের জন্য আমাদের সাম্প্রতিক গ্লোবাল সেল অফার চমৎকার একটি সুযোগ।

তিনি আরো বলেন, সাশ্রয়ী টিকিট মূল্য উপভোগের পাশাপাশি অতিথিদের অভিজ্ঞতায় যোগ হবে আমদের বিশ্ব মানসম্পন্ন অত্যাধুনিক বিমান বহরে ভ্রমণের অভিজ্ঞতা।

আরএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।