ব্রিজ ফেডারেশনের সভাপতি হলেন ইসি সচিব জাহাংগীর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২০ এএম, ২৭ জানুয়ারি ২০২৩

বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি নিয়োগ পেয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) তাকে এ নিয়োগ দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, ‘জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮’ এর ২২ ধারার ক্ষমতাবলে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমকে বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি পদে নিয়োগ করা হলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব থাকার সময় গত ২৭ অক্টোবর নির্বাচন কমিশনের সচিব হিসেবে পদোন্নতি পান জাহাংগীর আলম।

আরএমএম/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।