নটরডেম কলেজ বাংলাদেশে শিক্ষা বিস্তারে মাইলফলক: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নটরডেম কলেজ বাংলাদেশে শিক্ষা বিস্তারে মাইলফলক। কলেজটি ৭৪ বছর ধরে বাংলাদেশে মানসম্মত শিক্ষায় নেতৃত্ব দিচ্ছে। শিক্ষার্থীরা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আলোকিত করে যাচ্ছেন।
শনিবার (২৮ জানুয়ারি) নটরডেম কলেজ প্রাঙ্গণে নটরডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘প্রতিষ্ঠার ৭৪ বছর পুনর্মিলন উৎসব’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি নটরডেম কলেজ ‘প্রতিষ্ঠার ৭৪ বছর পুনর্মিলন উৎসব’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং নটরডেম কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং প্রয়াত নটরডেমিয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নটরডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও। ধন্যবাদ দেন অনুষ্ঠান কমিটির আহ্বায়ক বিপ্লব কুমার দেব।
স্পিকার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞান আহরণ ও জ্ঞানচর্চার কেন্দ্র। কলেজের শিক্ষকরা নিরলসভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের করে তৈরি করেন। এ সময় তিনি নটরডেম কলেজ অ্যালামনাইয়ের সহযোগিতায় কলেজটির ঐতিহ্য ও গৌরব অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তরুণরা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে উল্লেখ করে স্পিকার বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক, সামাজিক ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জলবায়ু পরিবর্তন, সাইবার সিকিউরিটি, মাইগ্রেশানসহ সব চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
শিরীন শারমিন দেশের অনগ্রসর, অস্বচ্ছল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বৃত্তির ব্যবস্থা গ্রহণের জন্য নটরডেম কলেজ অ্যালামনাইয়ের প্রতি আহ্বান জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ অতিথিরা প্রতিষ্ঠার ৭৪ বছর পুনর্মিলন উৎসবের বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে স্থপতি ইয়াফেস ওসমান বলেন, আমরা সৌভাগ্যবান। কারণ আমরা নটরডেম কলেজে পড়ার সুযোগ পেয়েছি। সবাই এই সুযোগ পায় না। দেশের অন্যতম সেরা এই প্রতিষ্ঠানে পড়ে নটরডেমিয়ানরা দেশের বিভিন্ন সেক্টরে সুনামের সাথে কাজ করছেন। তিনি নটরডেমিয়ানদের নিজেদের জীবনকে আলোকিত করে নিজ নিজ অবস্থান থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ারও আহ্বান জানান।
বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, নটরডেমিয়ান যারা আছেন তারা সবাই ভালো ছাত্র এবং তারা দেশ-বিদেশে বিভিন্ন সেক্টরে ভালো অবস্থানে কাজ করেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুন্দর দেশ গড়তে তাদের প্রত্যেককেই ভূমিকা রাখতে হবে।
১৯৫৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রায় আড়াই হাজার অ্যালামনাই ও তাদের পরিবারের সদস্য পুনর্মিলনীতে অংশ নেন। বিভিন্ন ব্যাচের প্রাক্তনীদের স্মৃতিচারণের পাশাপাশি, ব্যাচভিত্তিক পরিবেশনা ও কলেজের ছাত্রদের সাংস্কৃতিক পরিবেশনা, মধ্যাহ্নভোজ, র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
নটরডেম কলেজের ফাদার হেমন্ত জানান, একে পুনর্মিলনী না বলে মহামিলন বলা যায়। নটরডেম কলেজ থেকে পাস করা শিক্ষার্থীরা দেশের ইঞ্জিনিয়ারিং, মেডিকেলসহ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় প্রথমসহ মেধাতালিকায় স্থান করে নেয়। আগামী বছর কলেজের ৭৫ বছরপূর্তিতে অন্তত ১০ হাজার অ্যালামনাইয়ের মিলনমেলার আয়োজন করা হবে। এর জন্য চলবে বছরব্যাপী প্রস্তুতি।
এইচএস/এমআরএম/এএসএম