গোল ডট কমের একাদশে মেসি, নেই রোনালদো


প্রকাশিত: ০৩:৩৯ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের সব খেলা শেষে ফুটবলের জনপ্রিয় সাইট গোল ডট কম সেরা একাদশ গড়েছে। সেরা এই একাদশে মেসি জায়গা পেলেও, জায়গা হয়নি রিয়াল তারকা রোনালদোর। লেফট উইং হিসেবে জায়গা করে নিয়েছেন আর্সেনালের বিপক্ষে জোড়া গোল করা লিওনেল মেসি।

এদিকে সেরা একাদশে সেন্টার ফরোয়ার্ড হিসেবে রয়েছেন জুভেন্টাসের মারিও মানজুকিচ। আর রাইটে রয়েছেন জুভিদের বিপক্ষেই দারুণ এক গোল করা বায়ার্নের স্ট্রাইকার আরিয়েন রোবেন।

messi

এ একাদশে মধ্যমাঠে রয়েছেন ম্যানসিটির ইয়াইয়া তোরে, পিএসজির মার্কো ভেরাত্তি ও উলফসবার্গের জুলিয়ান ড্র্যাক্সলার। রক্ষণভাগে রয়েছেন, চেলসির আব্দুল বাবা রাহমান, রিয়ালের রাফায়েল ভারানে, একই দলের অধিনায়ক সার্জিও রামোস ও বার্সা ডিফেন্ডার দানি আলভেজ। আর গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে অ্যাতলেটিকোর বিপক্ষে দারুণ কিছু সেভ করা পিএসভির জেরোয়েন জোয়েটকে।

উল্লেখ্য, রোমার বিপক্ষে রিয়াল ২-০তে ম্যাচ জেতে। একটি গোলও করেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে গোল ডট কমের করা এই একাদশে জায়গা হয়নি এ পর্তুগিজের।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।