সীতাকুণ্ডে অটোচালক একরাম হত্যায় ২ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:২৮ এএম, ৩০ জানুয়ারি ২০২৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে অটোরিকশা চালক একরাম হোসেন (২০) হত্যার ঘটনায় মো. ইসমাইল হোসেন রানা (২৪) ও মো. মোস্তাফিজুর রহমান সাকিব (২০) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (২৯ জানুয়ারি) তারা জবানবন্দি দেন। মো. ইসমাইল হোসেন রানা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খানের আদালতে অন্য আসামি মো. মোস্তাফিজুর রহমান সাকিব সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মো. জোনায়েদের আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি শেষে দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম জেলার এস আই মো. শাহাদাত হোসেন জাগো নিউজকে বলেন, সীতাকুণ্ডে সিএনজি অটোরিকশার লাইনে গাড়ি চালানোয় চাঁদা আদায়ের ঘটনা কেন্দ্র করে একরাম হোসেনকে হত্যা করা হয়। ওই ঘটনায় আমরা চারজনকে গ্রেফতারে করি। এর মধ্যে রানা ও সাকিবকে আদালত তিন দিনের রিমান্ড দিয়েছিলেন। রিমান্ড শেষে রোববার তাদের আদালতে হাজির করা হয়। দুই আসামি ঘটনার দায় স্বীকার করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্লুলেস সিএনজি চালক একরাম হোসেন (২০) হত্যা মামলার সাড়ে চার মাস পর তদন্তে নেমে চার আসামিকে গ্রেফতার করে। শনিবার রিমান্ডে থাকা আসামিদের স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি ঘটনাস্থলের পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়।

মূলত গ্রেফতার হওয়া আসামি নূর আহাম্মদ উপজেলার দক্ষিণ বাইপাস সিএনজি অটোরিকশা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক। নূর আহম্মদের লাইনে সিএনজি অটোরিকশা চালাতে হলে প্রতিমাসে ৫ হাজার টাকা দিতে হয়। কিন্তু একরাম ওই লাইনে গাড়ি চালাতে গেলে নূর আহম্মদ চাঁদার ৫ হাজার টাকা দাবি করেন। কিন্তু একরাম অপরাগতা প্রকাশ করলে ছুরিকাঘাতে হত্যা করা হয়। গত বছরের ৪ সেপ্টেম্বর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর ভিকটিম একরামের ভাই নুরুল হুদা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা করে।

দীর্ঘ সময়ে পুলিশ ঘটনার রহস্য উদঘাটন করতে না পারায় পিবিআই নিজ উদ্যোগে মামলার তদন্তভার নিয়ে ঘটনার প্রায় ৪ মাস ২২ দিন পর গত ২৬ জানুয়ারি ৪ আসামিকে সীতাকুণ্ড পৌরসভা ও বারবকুণ্ড এলাকা থেকে গ্রেফতার করে।

ইকবাল হোসেন/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।