সোয়ান গার্মেন্টস খুলে দেওয়ার দাবি


প্রকাশিত: ০৭:১৪ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

হাইকোর্টে মালিকানা নির্ধারণ হওয়া বন্ধকৃত সোয়ান গার্মেন্টস খুলে দেওয়ার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। এ গার্মেন্টস কারখানাটি খুলে দেওয়ার দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করেছে শ্রমিক নেতারা।

মানবন্ধনে বক্তারা বলেন, কারখানাটি বন্ধ করে দেওয়ার কারণে একদিকে যেমন চাকরির অনিশ্চয়তা, অন্যদিকে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। অতি দ্রুত এ কারখানাটি খুলে দেওয়ার দাবি জানান তারা।

একই সময়, দেইয়্যু বাংলাদেশ লিমিটেড (কালিয়াকৈর) এর শ্রমিকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। পাশাপাশি দেইয়্যু বাংলাদেশ লিমিটেড কারখানা খুলে দেওয়ার দাবিও জানান তারা।

এএস/আরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।