স্বামীর ওপর অভিমানে কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা

রাজধানীর ডেমরা থানা এলাকায় খাওয়া দেওয়া নিয়ে স্বামীর ওপর অভিমানে মোছা. আন্না আক্তার (২৫) নামের এক গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।
গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর স্বামী ইকবাল হোসেন জাগো নিউজকে বলেন, আমি পেশায় রাজমিস্ত্রির করি। রাতে বাসায় ফিরে দেখি আমার স্ত্রীর লুডু খেলায় ব্যস্ত। আমি তাকে দ্রুত খাবার দিতে বলি। খাবার দিতে দেরি হওয়ায় আমি রাগারাগি করি। এই অভিমানে সে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং ঘরে থাকা কীটনাশক পান করে। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাতেই মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার জগতপুর ভাটিয়াপাড়ায়। বর্তমানে ডেমরার কোনাপাড়া বদরুদ্দিনের বাসায় ভাড়া থাকতেন। তাদের ঘরে দুই ছেলেমেয়ে আছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এমকেআর/এমকেআর/জিকেএস