সংসদে প্রতিমন্ত্রী

অনলাইনে রাজউকে ৩৪ হাজার নকশা অনুমোদনের আবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০২ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) অনলাইনে ৩৪ হাজার ৩৬টি নকশা অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। ২০১৯ সালের ২ মে থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এই আবেদনগুলো পরে। এরমধ্যে ২২ হাজার ৯৩৩টি আবেদন অনুমোদন করা হয়।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এ তথ্য জানান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

আরও পড়ুন: রাজউক থেকে ৩০ হাজার ভবনের নথি গায়েব!

সরকারি দলের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, অনলাইনে নকশা অনুমোদন কার্যক্রম শুরুর পর থেকে রাজউকে ৩৪ হাজার ৩৬টি নকশা অনুমোদনের আবেদন পাওয়া যায়। এরমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করায় ২২ হাজার ৯৩৩টি আবেদন অনুমোদন করা হয়। বিভিন্ন অসংগতির কারণে ৮১টি আবেদন প্রত্যাখ্যান করা হয়। বর্তমানে রাজউকে তিন হাজার ৮৫৯টি আবেদন বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন আছে।

আরও পড়ুন: রাজউক কর্মকর্তার ৬ বছরের কারাদণ্ড, এক কোটি ৩৬ লাখ টাকা বাজেয়াপ্ত

এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট মালিক বা প্রতিনিধি দাখিল না করায় সাত হাজার ১৬৪টি আবেদন আবেদনকারীর আইডিতে পাঠানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ২০১৯ সালের ২ মে থেকে নকশা অনুমোদনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের জন্য অনলাইন সেবা চালু করে।

আরও পড়ুন: রাজউকের নকশা অনুমোদন ও ভূমি ব্যবহার ছাড়পত্র এখন অনলাইনে

এইচএস/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।