হানিফ ফ্লাইওভারে বাসের চাপায় পাঠাও চালক নিহত

রাজধানীতে মেয়র হানিফ ফ্লাইওভারে দ্রুতগামী বাসের চাপায় রাকিব হাসান (৩০) নামে এক পাঠাও চালক নিহত হয়েছেন। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সায়েদাবাদের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ীর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন: অফিস থেকে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে বাসচাপায় যুবক নিহত
নিহতের মামা আলাউদ্দিন জানান, আমার ভাগিনা পাঠাও চালক ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ। বর্তমানে যাত্রাবাড়ীর ধলপুর ৭/১/এ নম্বর বাসায় থাকতেন।
আরও পড়ুন: ফ্লাইওভারে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ছিটকে পড়ে শিক্ষার্থী নিহত
কাজী আল-আমিন/জেএইচ/এমএস