মিরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর মিরপুর থেকে নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তির নাম মো. ইকবাল হোসেন (৪৪)।

রোববার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, মিরপুর মডেল থানা এলাকা থেকে শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে।

মহিউদ্দিন জানান, আসামি ইকবালের বিরুদ্ধে রাজধানীর দক্ষিণখান থানায় ২০১০ সালে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। মামলার পর থেকে আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছেন। ২০১৮ সালে আসামিকে যাবজ্জীবন সাজা এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস সশ্রম কারাদণ্ড দেন আদালত।।

আরএসএম/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।