রাবিতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবন থেকে ওই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৩০)। তিনি নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলকার লোকমান হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চতুর্থ বিজ্ঞান ভবনে অবস্থিত ফলিত বিজ্ঞান বিভাগের সামনে ওই ব্যক্তি সাইকেলের তালা কাটার সময় শিক্ষার্থীদের কাছে হাতে নাতে ধরা পড়ে। পরে শিক্ষার্থীরা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।

মতিহার থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) স্বাধীন জাগো নিউজকে জানান, ‘বিশ্ববিদ্যালয় থেকে এক ব্যক্তিকে সাইকেল চোর সন্দেহে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

রাশেদ রিন্টু/এফএ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।