হাইকোর্ট মাজার গেট থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজধানীর হাইকোর্ট মাজার গেটের সামনে থেকে অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধের (৫৫) মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মো. মেহেদী হাসান অপূর্ব বলেন, আমরা খবর পেয়ে হাইকোর্ট মাজার গেটের সামনে থেকে এক বৃদ্ধকে উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ওই বৃদ্ধের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় লোকজনের মুখে জানতে পারি, ওই বৃদ্ধ ভবঘুরে ছিলেন। অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকলে আমাদের খবর দেওয়া হয়। আমরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কাজী আল আমিন/এমআইএইচএস/জিকেএস