মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চেয়ে আবেদন


প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলা গ্রহণের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

শনিবার এ সংক্রান্ত আবেদন স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর হোসেন।

নূর হোসেন জানান, রাষ্ট্রদ্রোহের অভিযোগে এজাহার গ্রহণের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। আমরা অনুমোদনের জন্য পাঠিয়েছি। মন্ত্রণালয় অনুমোদন দিলে মামলা এজাহার হিসেবে গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মোট তিনটি মামলা দায়ের হয়। এর মধ্যে দুইটি মানহানির মামলায় তাকে আদালতে হাজিরের জন্য সমন জারি করা হয়েছে। এছাড়া রাষ্ট্রদ্রোহের মামলায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য কোতয়ালি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন আদালত।

জীবন মুছা/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।