কুমিল্লায় ২ সহোদর হত্যার ঘটনায় মামলা
কুমিল্লায় দুই ভাইকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানায় ওই মামলাটি দায়ের করেন নিহত দুই শিশুর মা রেখা বেগম। মামলায় ২ শিশুর সৎ ভাই ঢাকার ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র মো. আল শফিউল ইসলাম ছোটন ছাড়াও অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে ।
রোববার সকালে দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে নেয়া হয়েছে বলে কুমেক হাসপাতালের ফরেনসিক বিভাগ সূত্রে জানা গেছে।
এদিকে, দুই শিশু হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই সন্তান হারিয়ে শোকে স্তব্ধ গোটা পরিবার। ঘাতক ছোটন কুমিল্লা মহানগরীর ঢুলিপাড়ার ব্যবসায়ী আবুল কালামের দ্বিতীয় স্ত্রীর ছেলে।
উল্লেখ্য, পারিবারিক বিরোধের জের ধরে শনিবার বিকালে কুমিল্লা মহানগরীর ঢুলিপাড়ার ব্যবসায়ী আবুল কালামের প্রথম স্ত্রী রোকেয়া বেগমের ছেলে ছোটন তার সৎ দুই ভাই মেহেদী হাসান জয় (৭) ও মেজবাউল হক মনিকে (৫) গলায় রশি পেঁচিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে উভয়ের মরদেহ ঘরের খাটের উপর রেখে ঘরের দরজায় তালাবদ্ধ করে পালিয়ে যায়। ঘটনার সময় ব্যবসায়ী আবুল কালাম তার শাশুড়ির চেহলাম উপলক্ষে দ্বিতীয় স্ত্রী রেখা বেগমকে নিয়ে শ্বশুর বাড়ি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ভাল্লক গ্রামে ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
এদিকে এ নৃশংস খুনের ঘটনায় এলাকায় সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দুই সন্তান হারিয়ে শোকে বাকরুদ্ধ গোটা পরিবার।
রোববার সকাল সোয়া ১০টার দিকে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, ওই নৃশংস খুনের ঘটনার সঙ্গে ছোটন ছাড়াও আর কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক ছোটনকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে বলেও তিনি জানান।
কামাল উদ্দিন/এসএস/এমএস