অপরিচ্ছন্ন পরিবেশে পানি বোতলজাত করায় ৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

লাইসেন্স থাকলেও কোনো ল্যাব না থাকা ও অপরিচ্ছন্ন পরিবেশে পানি বোতলজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে শোকজের নির্দেশ দিয়েছেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি প্রতিষ্ঠান থাকা দেড়শো বোতল পানির জার ধ্বংস করা হয়েছে। এছাড়া মোড়কজাত সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যাত্রাবাড়ীর ধলপুরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে মেসার্স সেইফ প্যাকেজড ড্রিংকিং ওয়াটার নামের প্রতিষ্ঠানটির মোড়কজাত নিবন্ধন সনদ নেই। তাদের উৎপাদিত পানির বোতলের লেবেলের গায়ে থাকা তথ্যও বিধি মোতাবেক ছিল না। এজন্য প্রতিষ্ঠানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, প্রতিষ্ঠানটির বিএসটিআইয়ের সিএম লাইসেন্স থাকার পরেও অপরিচ্ছন্ন ও ময়লাযুক্ত স্থানে পানি বোতলজাত করায় ও কোনো পরীক্ষণ ল্যাবের অস্তিত্ব না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে শোকজ করার জন্য ফিল্ড অফিসারকে নির্দেশ দিয়েছেন। এছাড়া এক সপ্তাহের মধ্যে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য প্রতিষ্ঠানের ম্যানেজারকে নির্দেশ দেওয়া হয়।

এনএইচ/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।