টুইটার অ্যাকাউন্টটি প্রধানমন্ত্রীর নয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাশে ইনসেটে তার নাম-পরিচয় ব্যবহার করে খোলা ভুয়া টুইটার অ্যাকাউন্ট/ছবি: সংগৃহীত
টুইটারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও ছবি ব্যবহার করে একটি অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে। যেটিকে প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট বলা হচ্ছে। প্রকৃতপক্ষে এটি প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট নয়।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, একটি টুইটার অ্যাকাউন্টকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল অ্যাকাউন্ট বলে প্রচার করা হচ্ছে। কিন্তু বিষয়টি একেবারেই সঠিক নয়। প্রধানমন্ত্রীর ফেসবুক, টুইটার কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই।’
এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন এম এম ইমরুল কায়েস রানা।
এসইউজে/এএএইচ/এএসএম