ডিআইসি ব্যবস্থাপকদের তিনদিনের প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
ছবি: সংগৃহীত

নারী যৌনকর্মীদের এইচআইভি এইডস সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ড্রপ ইন সেন্টারের (ডিআইসি) ব্যবস্থাপকদের নিয়ে তিনদিনের বেসিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর লালমাটিয়ায় এনজিও ফোরামের ট্রেনিং সেন্টারে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে এ কার্যক্রম শুরু হয়।

প্রশিক্ষণে বক্তারা প্রকল্পের জনগোষ্ঠীকে সরকারি সব সুবিধার আওতায় আনা, লক্ষ্যের আওতাভুক্ত জনগোষ্ঠীর পরস্পরের যোগাযোগ রক্ষার মাধ্যমে তাদের ক্ষমতায়ন করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া নারী যৌনকর্মী, যারা ইনজেক্টিং ড্রাগ ব্যবহার করেন, তাদের প্রকল্পের আওতায় আনার তাগিদ দেন।

কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল এইডস/এসটিডি প্রোগ্রামের উপ-পরিচালক ও প্রোগ্রাম ইনচার্জ ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি সেভ দ্য চিলড্রেনের ফিমেল সেক্স ওয়ার্কার ইন্টারভেনশন ও এইচআইভি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার সেলিনা সুলতানা, টেকনিক্যাল অ্যাডভাইজার ইজাজুল ইসলাম চৌধুরী ও ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের যুগ্ম পরিচালক কেএস এম তারিক।

এতে সারা দেশের ২৫ জন ডিআইসি ও আউটলেটের ব্যবস্থাপক অংশ নিয়েছেন।

টিটি/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।