শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র
৯২ কোটি টাকায় কেনা হচ্ছে যন্ত্রপাতি, উৎপাদন মার্চ-এপ্রিলে
প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গ্যাস টারবাইন মেরামত করে চলতি বছরের মার্চ-এপ্রিলে আবার উৎপাদনে আসছে চট্টগ্রামের শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট।
পাওয়ার প্ল্যান্টটি উৎপাদনে ফেরাতে ৯১ কোটি ৮৫ লাখ ৫১ হাজার ৪৮৯ টাকার যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঢাকার জে অ্যান্ড সি ইমপেক্সের কাছ থেকে এ যন্ত্রপাতি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার (২২ ফেব্রুয়ারি) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা হয়। পরে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
আরও পড়ুন: ২২৫ কোটি ৭৪ লাখ টাকায় ৬০ হাজার টন সার কিনবে সরকার
তিনি বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঢাকার জে অ্যান্ড সি ইমপেক্সের কাছ থেকে চট্টগ্রামের শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের গ্যাস টারবাইন অংশের সংশ্লিষ্ট যন্ত্রাংশ সংগ্রহ, স্থাপন ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সেবা নেবে। এ জন্য ব্যয় হবে ৯১ কোটি ৮৫ হাজার ৪৮৯ টাকা।
আরও পড়ুন: কক্সবাজার-টেকনাফ সড়ক উন্নয়নে ১৬৯ কোটি টাকা ব্যয় অনুমোদন
এরপর বিদ্যুৎকেন্দ্রটির ব্যবস্থাপক কামরুদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেন, গ্যাস টারবাইনসহ অন্যান্য যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ। নতুন করে যেসব সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে তা বাস্তবায়িত হলে আগামী মার্চ-এপ্রিলে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা যাবে বলে আমরা আশা করছি।
এমএএস/এএএইচ/জিকেএস