চুক্তি করতে সৌদি যাচ্ছেন শিল্পমন্ত্রী


প্রকাশিত: ১০:০১ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

পণ্যের মান বিষয়ক কারিগরি সহায়তার চুক্তি করতে সোমবার রাতে সৌদি আরব যাচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। আজ রাত দেড়টায় সৌদি আরবের উদ্দেশে (ফ্লাইট-বিডি০৩৯) ঢাকা ত্যাগ করবেন শিল্পমন্ত্রী। বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক ইকরামুল হক তার সফর সঙ্গী হবেন।

১ মার্চ রিয়াদে পণ্যের মান বিষয়ক দ্বিপাক্ষিক কারিগরি সহায়তা চুক্তি সম্পাদিত হবে বিএসটিআই এবং সৌদি আরবের মান নিয়ন্ত্রণ সংস্থা সৌদি স্ট্যান্ডার্ডস, মেট্রোলজি অ্যান্ড কোয়ালিটি অর্গানাইজেশনের (সাসো) মধ্যে। এ চুক্তির পাশাপাশি সফরকালে শিল্পমন্ত্রী সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সহায়তা জোরদারের বিষয়ে সৌদির বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

সৌদি আরবের বিখ্যাত সার ও রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি এরাবিয়া বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (এসএবিআইসি) এবং স্টিল ও মেটাল প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানায় মেডেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গেও বৈঠক করবেন মন্ত্রী।

এছাড়াও তিনি বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ বাড়াতে সৌদি শিল্প উদ্যোক্তা সংগঠন কাউন্সিল অব সৌদি চেম্বারের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। সরকারি কর্মসূচি শেষে শিল্পমন্ত্রী পবিত্র ওমরা পালন করবেন এবং ৫ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।

এসআই/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।