‘ইনোভেশন এক্সট্রিম’ শুরু ১৯ মার্চ
গ্রামীণফোনের অর্থায়নে ‘বাংলাদেশ: দ্যা নেক্সট টেক ফ্রন্টিয়ার’ শিরোনামে আগামী ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে ‘ইনোভেশন এক্সট্রিম’। সোমবার এক সংবাদ সম্মেলনে ইভেন্টের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন মাইক্রোসফট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবির। এই ইভেন্টে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে ফেসবুক এবং টেক ইন এশিয়া।
সোনিয়া বশির কবির বলেন, বাংলাদেশের উন্নয়নের মূল হাতিয়ার হচ্ছে প্রযুক্তি। এমনকি বর্তমানে বাংলাদেশের মহিলারাও প্রযুক্তি ব্যবসা করতে অনেক বেশি আগ্রহী হয়ে উঠছেন। আমি নিজেও কিছু করার পরিকল্পনা করছি এসডি এশিয়ার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে’।
আলোচনায় সঞ্চালক ও এসডি এশিয়ার সিইও মোস্তাফিজুর রাহমান জানান, বাংলাদেশে খুব তাড়াতাড়ি আলিবাবা এবং উবার আসতে যাচ্ছে। ধীরে ধীরে আরও বড় অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানই বাংলাদেশের মার্কেটকে টার্গেট করে এগিয়ে আসছে। তাই খুব দ্রুতই বাংলাদেশের প্রযুক্তি অনেক দূর এগিয়ে যাবে বলেই আশাবাদী তিনি।
এসডি এশিয়ার সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান ফিনান্সিয়াল অফিসার ফায়াজ তাহের বলেন, নিঃসন্দেহে এবারের ‘ইনোভেশন এক্সট্রিম’ গতবারের চেয়েও বড় পরিসরে হতে যাচ্ছে যা নেটওয়ার্কিংয়ের জন্য সবচেয়ে কার্যকর। সেরা ২০টি স্টার্ট আপ তাদের প্রোজেক্ট দেশীয় বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে পারবে।
আরএম/এসকেডি/এবিএস