আবারও করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী পলক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আবারও করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসুবক পেজে তিনি এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী লিখেছেন, আজ মন্ত্রিপরিষদ সভা থাকায় গতকাল (রোববার) করোনার নমুনা পরীক্ষা করেছিলাম। নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। বর্তমানে আমি বাসায় আইসোলেশনে আছি।

তিনি লিখেন, গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

এর আগে গত বছরের জানুয়ারিতে সপরিবারে করোনা আক্রান্ত হয়েছিলেন জুনাইদ আহমেদ পলক।

এইচএস/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।