মতিঝিলে ফুটপাত দখল ও অবৈধ পার্কিং বিরোধী অভিযান
রাজধানীর মতিঝিল এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল ও রাস্তার উপর অবৈধ পার্কিং বিরোধী অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কুদ্দুসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কুদ্দুস। তিনি জাগো নিউজকে বলেন, রাস্তার উপর অবৈধ পার্কিং ও ফুটপাত দখলদারদের বিরুদ্ধে এ অভিযান। অভিযান শেষে ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এমজেড/এমএস