ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা এনে ঢাকায় বিক্রি করতেন শামীম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২২ পিএম, ০১ মার্চ ২০২৩

রাজধানীর বনানী থেকে গাঁজা ও ট্রাকসহ মো. শামীম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ দল। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৮৬ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

বুধবার (১ মার্চ) অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার (এসি) বার্নাড এরিক বিশ্বাস এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, কয়েকজন মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রাকে করে গাঁজা নিয়ে পূর্বাচলের ৩০০ ফুট রাস্তা হয়ে মহাখালীর দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সামনে অবস্থান নেয়। ট্রাকটি সেখানে পৌঁছালে ডিবি পুলিশ ট্রাকটি থামায়। এরপর ট্রাক তল্লাশি করে ৮৬ কেজি গাঁজাসহ শামীমকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ কর্মকর্তা আরও জানান, গ্রেফতার শামীম ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

টিটি/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।